গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ দিবস উদযাপিত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ মার্চ প্রতিরোধ যুদ্ধের নায়ক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আলম।

মুক্তিযুদ্ধের ওপর আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় আকাশে উড়ে ফানুস। বিস্ফোরিত হয় আতশবাজি।

সুরের মন্ত্র নিয়ে হাজারো দর্শককে বিমোহিত করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বারী সিদ্দিকী ও লিজা।

আরও খবর