গাজীপুরে মর্ডান ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের শিরিরচালা এলাকার মর্ডান ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে কারখানা পরিচালনার দায়ে পরিবেশ অধিদপ্তর মালিককে এ জরিমানা করে।
সোমবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত বছরের ৮ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরের শিরিরচালায় বনের জমিতে অবৈধ ফিড মিল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক জাহিদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর মালিক আবদুল মজিদ কিছুদিন উৎপাদন গোপনে চালালেও ফের দেদারসে শুরু করেন।
বিষয়টি পর্যবেক্ষণ করে গত ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২২ জানুয়ারি আরও দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন আমলে নিয়ে কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।