কারাগারে মাদক ব্যবসা বন্ধে নজরদারির আহ্বান রাষ্ট্রপতির

আলোকিত প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে কারাগারে প্রাণ দিতে হয়। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে আমাকেও গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কারাগারে আটকদের একটি বড় অংশ মাদক মামলায় আগত। তারা যাতে কারাগারে অবস্থান করে মাদক সেবন বা ব্যবসা করতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, কারা প্রশাসনের কেউ যাতে এসব অনৈতিক কাজে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারেও কঠোর নজরদারি রাখতে হবে।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘কারা সপ্তাহ-২০১৮’ উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কাশিমপুর কারাগার-২-এর ডেপুটি জেলার মাসুদ হোসেন, কুমিল্লার শাহনাজ বেগম ও নরসিংদীর তানিয়া জামানকে ‘অ্যাওয়ার্ড অব অ্যাক্সিলেন্স’ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।

আরও খবর