শ্রীপুর-বরমী সড়কের দুরবস্থা : কর্তৃপক্ষের কচ্ছপ গতি!
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : সপ্তাহে পাঁচ দিন বরামা থেকে গাজীপুর যেতে হয়। একমাত্র পথ শ্রীপুর-বরমী সড়ক। গত আট মাস ধরে ধুলোবালি ও কাদা দিয়ে যাতায়াত করছি। সড়কটি গত তিন বছর ধরে সংস্কার হয় না।
দুর্ভোগ এভাবেই বর্ণনা করছিলেন গাজীপুর আদালতের শিক্ষানবিশ আইনজীবী রুহুল আমীন।
শ্রীপুরের গাড়ারন রেলক্রসিং থেকে বরমী বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের সংস্কার কাজ মাঝপথে থেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
থেমে থেমে বৃষ্টি হওয়ায় সড়কটি এখন কাদা পানিতে সয়লাব। আগে ছিল ধুলোবালির দুর্ভোগ।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় দুর্ঘটনাও ঘটছে। বছর খানেক আগে দুই কিলোমিটার সংস্কার করা হয়। বাকি অংশে ইটের খোয়া বিছানো হলেও পিচ ঢালাই দেওয়া হয়নি।
প্রভাতী বনশ্রী পরিবহনের চালক শফিকুল ইসলাম বলেন, গত আট মাসে এ সড়কে দুবার বাস চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের অনুরোধে চালু হলেও অচলাবস্থার কারণে আবার বন্ধ করে দিতে হয়।
তাঁতীসুতা নতুন বাজারের ব্যবসায়ী কাজী আনোয়ার হোসেন বলেন, গত সাত মাস ধরে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। সড়ক থেকে ধুলোবালি ও কাদা ছিটকে দোকানের ভেতরে পড়ছে।
এ ব্যাপারে গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে ভারী যানবাহন বেশি চলাচল করে। সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় আগের কার্যাদেশ বাতিল করে নতুন নকশা ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মহাসড়কের মত উপকরণ ব্যবহার করে সড়কটি নির্মাণ করা হবে।