গাজীপুরে সাংবাদিক আসাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা, অডিও ভাইরাল

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাংবাদিক আসাদুজ্জামান সাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেন। মামলা নম্বর ২৭৪/২২।
আদালতের বিচারক ফারজানা ফারুক সিআইডিকে তদন্ত করে আগামী ৯ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত আসাদ (৪০) কাপাসিয়া সদরের জুনিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি।
মামলা সূত্রে জানা যায়, কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ওই নারীর স্বামী গাড়িচালক। স্বামীর সাথে পরিচয়ের সূত্রে আসাদ তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন ও মোবাইলে অশ্লীল ছবি পাঠান।
এতে রাজি না হওয়ায় ২০২০ সালের ৬ জুন বাড়ি ফাঁকা পেয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে দেড় বছর ধরে এই অপকর্ম চলে।
ভুক্তভোগী ঘটনাটি স্বজনদের জানালে তার স্বামীকে দুটি মামলায় জড়িয়ে জেল খাটানো হয়। চলতি সপ্তাহে তাদের কথোপকথনের একটি রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে।
এদিকে ওই তিন সন্তানের জননী বুধবার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। জেলা প্রশাসক তা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আসাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।