সড়ক-মহাসড়ক মেরামতে সরকারের কর্মযজ্ঞ

আলোকিত ডেস্ক : ঈদের আনন্দ ভাগাভাগি করতে বহুপথ পাড়ি দিয়ে মানুষ প্রতি বছর ছুটে যায় পরিবার-পরিজনদের কাছে।

বাড়ি ফেরা আরও নিরাপদ করতে ঈদের আগেই সব সড়ক-মহাসড়কের মেরামতের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার।

ইতিমধ্যে ঢাকা ও টাঙ্গাইল মহাসড়কের ৬১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

একই সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ৩২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল এবং যশোর-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজও এগোচ্ছে।

দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মহাসড়ক ৮৭৬টি। এর মধ্যে ৯৬টি জাতীয়, ১২৬টি আঞ্চলিক এবং ৬৫৪টি জেলা মহাসড়ক।

ঈদের আগে সড়কগুলো সচল রাখতে মন্ত্রণালয়ের ২৩টি টিমের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম তদারকি করা হচ্ছে।

গত বন্যায় ও অতিবৃষ্টিতে ২২টি জেলার ৬২টি স্থানে ৪.৯২ কিলোমিটার সড়ক বিলীন এবং ৭৫টি স্থানে ৬৭.২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত সড়কগুলো চলাচল উপযোগী করতে এক হাজার ৭০৪ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এভাবে যোগাযোগ খাতে গুরুত্ব দেওয়ায় যাত্রা নিরাপদ হবে বলে মনে করে সাধারণ মানুষ।

আরও খবর