জিসিসি নির্বাচন : বিএনপি বহিষ্কার করায় সরে দাঁড়ালেন আজমল ভূইয়া

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী হাসান আজমল ভূইয়া।

তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর। একই সঙ্গে সদর থানা বিএনপির সভাপতি।

দলীয় সূত্র জানায়, বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীন কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটিতে ৩০ জন নেতা কাউন্সিলর প্রার্থী হন।

তাদের মধ্যে ২৯ জনকে গত ১৭ মে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজমল ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, তিনি দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দলের যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের ব্যাপারে হাইকমান্ড এতটা কঠিন মনোভাব পোষণ করবেন-এটা বুঝতে পারেননি। প্রার্থী হওয়া তার ভুল হয়েছে।

ট্যাংকির পাড়ের এই বাসিন্দা আরও বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচনের কোন প্রকার কাজকর্মে জড়িত হব না। আমাকে ক্ষমা করে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রাখার সুযোগ দিন।

আরও খবর