গাজীপুরের শালদহ খালে অভিযান, চায়না জাল ধ্বংস
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে নিষিদ্ধ চায়না জালবিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পিরুজালী এলাকার শালদহ খালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জব্দকৃত প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন এবং পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
এর আগে বিষয়টির ওপর গত ৮ জুন আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে তুলে ধরা হয়, শালদহ খালে বৃষ্টির পানিতে বোয়াল ও কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের সমাগম বাড়ছে। ডিমওয়ালা মাছেরা ছাড়ছে পোনা।
এই অবস্থায় কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় চায়না জাল দিয়ে দেদারসে মা মাছ শিকার করছেন। এতে মা মাছের সাথে পোনাও আটকা পড়ছে।
পরে কর্তৃপক্ষের টনক নড়ে। মৎস্যসম্পদ রক্ষায় এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আদালত সূত্র জানায়, অভিযানে ব্যবসায়ীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মাছের জন্য ক্ষতিকর চায়না জালের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
আরও পড়ুন : গাজীপুরের শালদহ খালে নিষিদ্ধ জালে দেদারসে মা মাছ নিধন