বাংলাদেশ করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে : স্বাস্থ্য সচিব
আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, যুক্তরাজ্য ও চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে।
তথ্যমতে, বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় চার হাজার ডলারের নিচে, সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে।
যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলারের কাছাকাছি, সুতরাং বাংলাদেশ এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে এক বিশেষ সভায় তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ভ্যাকসিন দেশে এলে অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে প্রায় তিন লাখ কিট মজুত রয়েছে।