শ্রীপুরে বাড়ি ও কারখানায় অগ্নিকাণ্ড : ক্ষতি ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ১২টি বসতঘর ও একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর থানার অদূরে নজরুল ইসলামের বাড়িতে আগুন লাগে।

বাড়ির ভাড়াটিয়া মোর্শেদ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তারা বুঝতে পারেননি। এক ঘণ্টায় ১২টি ঘর ও তার পৌনে তিন লাখ টাকা পুড়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকে টেপিরবাড়ী এলাকার প্লাস্টিক কারখানা আইটিএল গ্লোবাল ইন্ডাস্ট্রিজে আগুন লাগে।

ম্যানেজার মোহরাব হাসান জানান, জেনারেটরের ওভার হিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পণ্যের কাঁচামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, বৈদ্যুতিক গোলযোগে বসতবাড়িতে আগুনে ২০ লাখ টাকার ও কারখানায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও খবর