ডেঙ্গু জ্বরের প্রকোপ, শিশু হাসপাতালে ভর্তির রেকর্ড

আলোকিত প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে।

শুক্রবার শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত সর্বোচ্চ ৭৬ শিশুকে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে হাসপাতালটিতে এক দিনে সর্বোচ্চ ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল।

শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাফি আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সাত হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৩১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বিস্তারে ৯০ থেকে ৯৫ ভাগ ভূমিকা রাখে এডিস মশা। আর ৫ থেকে ১০ ভাগ ভূমিকা রাখে গ্রামাঞ্চলের এশিয়ান টাইগার মশা।

আরও খবর