মন্দিরে হামলার ইন্দনদাতা কারা, জাতি জানতে পারবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি, সেই অপশক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন।

তিনি বলেন, কুমিল্লায় মন্দিরে হামলার ব্যাপারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কিছু লোক ধরা পড়েছে।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি, দায়ী ব্যক্তিরা অচিরেই আইনের আওতায় আসবেন। তাদের কাছেই জাতি জানতে পারবে, কারা বিভিন্ন মন্দিরে হামলার প্রশ্রয়দাতা ও ইন্দনদাতা।

মঙ্গলবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজের তৃতীয় তলার নির্মাণ কাজ ও গাজীপুর কালেক্টরেট হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান প্রমুখ।

আরও খবর