কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রেখেছিলেন ইকবাল : পুলিশ সুপার

আলোকিত প্রতিবেদক : কুমিল্লার নানুয়ারদীঘি এলাকার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

অভিযুক্ত ইকবাল হোসেন (৩৫) নগরীর সুজানগর এলাকার নূর আহমেদ ওরফে আলমের ছেলে।

বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবালকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা চলাকালে ওই অস্থায়ী পূজামণ্ডপ থেকে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পবিত্র কোরআন উদ্ধার করে পুলিশ।

এই অবমাননার জেরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষ দেখা দেয়।

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন ও নোয়াখালীর বেগমগঞ্জে দুজন নিহত হন।

পুলিশ জানায়, ইকবাল হোসেন একজন ভবঘুরে। রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে কি না, জানার চেষ্টা চলছে।

আরও খবর