গাজীপুরে লুডু খেলার ঝগড়ায় রাজমিস্ত্রি হত্যার দায়ে ১০ বছরের কারাদন্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে লুডু খেলা নিয়ে ঝগড়ায় রাজমিস্ত্রিকে হত্যার দায়ে একজনের ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার বেলা পৌনে তিনটার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন ইদ্রিস আলী (৪০)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হালিদায়।
আসামি পক্ষের আইনজীবী সারোয়ার-ই-কায়নাত বিষয়টি আলোকিত নিউজকে জানান।
মামলা সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার শিবরামপুর এলাকার দেওয়ান আলমাছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হান্নান মিয়া (৪০) রাজমিস্ত্রির কাজ করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লরারচরে।
গত ২০১৪ সালের ১২ জুন বিকেলে হান্নানের সাথে লুডু খেলা নিয়ে প্রতিবেশী ভাড়াটিয়া ইদ্রিস আলীর ঝগড়া হয়।
এক পর্যায়ে ইদ্রিস আলী ইট দিয়ে হান্নানের কপালে আঘাত করলে তার মৃত্যু হয়।
পরে হান্নানের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।