শ্রীপুরে হয়রানির অভিযোগে প্রাইভেট হাসপাতাল সমিতির সংবাদ সম্মেলন

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সমিতি হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

রবিবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার জেনারেল হাসপাতালে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, একটি জাতীয় দৈনিকে মাদার্স কেয়ার হাসপাতালে আয়া দিয়ে রোগীর অপারেশন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

বাস্তবে কুলসুম নামের ওই রোগীর স্বাভাবিক ডেলিভারি হয়েছে। তাকে অপারেশন বা সিজার করার প্রশ্নই ওঠে না।

সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, এই হাসপাতালে ওই রোগীর অপারেশন প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। চিকিৎসা শেষে বাড়িতে অবস্থানকালে তার অন্য কারণে সমস্যা হলে হাসপাতালকে দায়ী করার সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা শাখার সহ-সভাপতি আবদুল হান্নান, হাসপাতাল মালিক মোবারক হোসেন, রফিকুল ইসলাম, মাদার্স কেয়ার হাসপাতালের পরিচালক তৈয়বুর রহমান প্রমুখ।

আরও খবর