শ্রীপুরে অন্তঃসত্ত্বা কিশোরী পরিবারকে বাড়ি থেকে বিতাড়িত
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর মামাকে আসামি করায় তাদেরকে নানার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলার সাইটালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা শ্রবণ প্রতিবন্ধী।
বর্তমানে বাবা-মা ও ছোট দুই ভাইবোনসহ কিশোরী পাশের টেংরা সুতাপাড়া এলাকায় ফুফার বাড়িতে আশ্রয় নিয়েছে।
এর আগে রবিবার রাতে কিশোরীর (১২) আপন মামা হুমায়ুন কবিরকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
কিশোরীর স্বজনরা জানান, সে স্থানীয় মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। প্রায় এক বছর আগে থেকে তার মামা হুমায়ুন ও হুমায়ুনের খালাতো ভাই আমান উল্লাহ ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করতেন।
পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাদের নাম প্রকাশ হয়। গত ২১ সেপ্টেম্বর কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর থেকে আমান উল্লাহ পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এখলাছ উদ্দিন জানান, হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমান উল্লাহকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মামার বিরুদ্ধে অভিযোগ করায় গত ৬ নভেম্বর কিশোরী ও তার বাবাকে মারধর করেন নানা আবুল হোসেন।
কিশোরীকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান এসআই সৈয়দ আজিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে কিশোরীর দায়িত্ব নিয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।