কলকাতায় পিত্তথলি থেকে ১২ হাজার পাথর উদ্ধার!

ডেস্ক নিউজ : ভারতের কলকাতায় এক নারীর পিত্তথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ১২ হাজার পাথর উদ্ধার করা হয়েছে।

২৬ নভেম্বর টালিগঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে মিনতি মন্ডল নামে এক রোগীর অস্ত্রোপচার করা হয়। ওই নারীর বয়স ৫০ বছর। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন কলকাতার পিজি হাসপাতালের সার্জন মাখনলাল সাহা।

মাখনলাল সাহা সাংবাদিকদের বলেন, ওই নারী পেটের ব্যথায় ভুগছিলেন। তার অস্ত্রোপচার করে প্রায় ১২ হাজার পাথর উদ্ধার করা হয়েছে। তবে ১১ হাজারের বেশি পাথর পিত্তথলি থেকে বের করার নজির চিকিৎসাশাস্ত্রে আর নেই।

চিকিৎসকরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পাথরগুলো বের করা হয়। পাথরগুলো গুনতে সময় লেগেছে প্রায় চার ঘণ্টা। রোগিণীও এখন বিপদমুক্ত।

আরও খবর