ঝিনাইদহে টাকার অভাবে মেধাবী মিঠুনের বিশ্ববিদ্যালয় স্বপ্নে বাধা

ঝিনাইদহ প্রতিনিধি : মেধাবী ছাত্র মিঠুন টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না।

জেলার কালীগঞ্জ পৌরসভার চাঁচড়া গ্রামের কাঠমিস্ত্রি মুরালী মজুমদারের ছেলে মিঠুন মজুমদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানে উত্তীর্ণ হলেও টাকার অভাবে ভর্তি হতে সমস্যা হচ্ছে।

দরিদ্র পিতার পক্ষে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মত সামর্থ্য না থাকায় তিনি সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে ছুটছেন।

মিঠুন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের সহযোগিতায় বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়ে এসএসসি ও মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১৫ হাজার টাকাসহ আনুষঙ্গিক খরচ প্রয়োজন।

মিঠুনের মা মুক্তা জানান, তাদের কোন সম্পদ নেই। তার স্বামী মিস্ত্রি কাজ করে যা পান তা দিয়ে কোন রকমে সংসার চলে।

এ অবস্থায় তারা আর্থিক সহযোগিতা করে মিঠুনকে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিতে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আবেদন জানিয়েছেন।

যোগাযোগ : মিঠুনের মায়ের বিকাশ নম্বর : ০১৭০৩-২৭৫৪৫৭ ও ০১৫১৫-৬৪০৭৩৬।