প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ও ঘুমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা
আলোকিত প্রতিবেদক : যথেচ্ছ ব্যবহার কমাতে নতুন জাতীয় ওষুধনীতিতে জ্বর, সর্দি, মাথা ও পেটব্যথার মত রোগের ওষুধ ছাড়া অন্য কোন ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না।
অ্যান্টিবায়োটিক, হরমোনজনিত সমস্যা ও ঘুমের ওষুধের মত স্পর্শকাতর ওষুধ বিক্রির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ওষুধনীতি-২০১৬-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও ওষুধনীতি প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক আ ব ম ফারুক সাংবাদিকদের বলেন, বাজারে প্রায় এক হাজার ৩০০ জেনেরিক ওষুধ আছে। এর মধ্যে ৩৯টি জেনারের প্রায় দুই হাজার ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।