ইউক্রেনকে ৯০টি ‘স্ট্রেকার সাঁজোয়া যান’ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ডেস্ক নিউজ : ইউক্রেনকে নতুন করে ২৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তহবিলের আওতায় ৯০টি স্ট্রেকার সাঁজোয়া যান ও ৫৯টি ব্র্যাডলি যুদ্ধযান দেওয়া হবে।
জার্মানিতে পশ্চিমা মিত্রদের বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার এ ঘোষণা দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়া বিষয়ে বিশ্বকে এক করেছে যুক্তরাষ্ট্র। এ জন্য ৫০টির বেশি দেশকে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, রাশিয়া একাই চলমান যুদ্ধ বন্ধ করে দিতে পারে। এমনটা না হওয়া পর্যন্ত আমরা ইউক্রেনের পাশে থাকব।