আলী আকবরের কবিতা ‘রফিক ভাইয়া’

রফিক ভাইয়া

-আলী আকবর

রফিক ভাইয়া তুমি কোথায়

ভাবছি বসে তাই

আব্বু বলেন, রফিক তোমায়

কোথায় খুঁজে পাই?

ইঞ্জিনিয়ার করব তোমায়

এই তো আশা ছিল

ভাগ্য আমার সকল আশা

মিছে করে দিল।

আম্মু তাই তো কেঁদে আকুল

তোমার কথা ভেবে

আব্বু তাকে সান্ত্বনা দেন

মনের কথা চেপে।

ভাষার তরে তুমি নাকি

বিলিয়ে দিলে প্রাণ

সারা জীবন গাইব মোরা

তোমার জয়গান।

আরও খবর