মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘একুশ আমার নটসারসী’

একুশ আমার নটসারসী

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

একুশ আমি দেখিনি, পড়েছি ইতিহাসের পাতায়
একুশ এসেছিল বাংলার মাটিকে রাঙাতে রক্ত জবায়।

একুশ এসেছিল বাংলা মায়ের মুখের ভাষা কেড়ে নিতে
একুশ এসেছিল উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা গড়ে দিতে।

একুশ এসেছিল রফিক, জব্বার, সালাম, বরকত রক্তে ভিজে নটসারসী হতে
একুশ এসেছিল মায়ের ভাষাকে বাংলার বুক হতে মুছে দিতে।

পৃথিবীর হাজার ভাষার মাঝে বাংলা আমার মায়ের ভাষা
প্রবহমান পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নদীর জলে আমার ভাইয়ের রক্ত গেছে মিশে।

বাংলাকে কেড়ে নিতে পশ্চিম পাকিস্তানের শাসকরা যখন মাতে
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি দামাল ছেলেরা বিলিয়ে দিল প্রাণ।

ভাষার স্বাধিকার আদায়ে পাক অনিক বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়ে
আমার ভাইয়ের বুকের তাজা রক্ত নটসারসী হয় রাজপথে।

আজি স্বাধীন মানচিত্রে একুশ আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশ মানে দামাল ছেলেদের বুকের তাজা রক্তে ভেজা নটসারসী।

আরও খবর