বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি
আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, আমরা আবারও দাবি জানাব, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।
তিনি আরও বলেন, আমি মনে করি, যারা একুশের চেতনা বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনাও বিশ্বাস করে না। এই চেতনাবিরোধী জঙ্গিবাদী অপশক্তিকে বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে।