গাজীপুরের বাউপাড়া বিটে বনভূমি উদ্ধার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে কারখানার দখল থেকে ১২ শতাংশ মূল্যবান বনভূমি উদ্ধার করা হয়েছে।
জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়া পাড়া এলাকার আড়াইশ প্রসাদ মৌজায় তা উদ্ধার করা হয়।
এতে বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের নির্দেশনায় বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম নেতৃত্ব দেন।
তিনি আলোকিত নিউজকে জানান, ওই বনভূমি ওয়ান্ডারল্যান্ড টয়েজ কারখানা দখল করেছিল। পরে তা হাতবদল হয়। মাপজোখ করে ১২ শতাংশ পাওয়া গেছে।
বিট কর্মকর্তা জানান, হাতুড়ি দিয়ে দখলীয় অংশের কাঁটাতারের বেড়া ভেঙে দেওয়া হয়েছে। আরও উদ্ধার হবে।