সাফারি পার্কে জন্ম নিল উটপাখির ৩ ছানা
শাহাদাত হোসেন সাদেক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিনটি উটপাখির ছানা জন্ম নিয়েছে।
এই পার্কে আবদ্ধ পরিবেশে উটপাখির ছানা জন্ম দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
এ নিয়ে পার্কটিতে বর্তমানে উটপাখির সংখ্যা ১০টিতে দাঁড়াল।
এর আগে গত বছরের ১৬ জানুয়ারি প্রথমবারের মত উটপাখির একটি ছানা জন্ম নেয়।
পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৩ সালে আড়াই বছর বয়সী ছয়টি উটপাখি আনা হয়। এর মধ্যে দুটি পুরুষ ও চারটি স্ত্রী পাখি।
ডিমে তা দেওয়ার ৪০ দিন পর ছানা জন্ম নেয়। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত আটটি ডিমের মধ্যে তিনটি ছানা জন্ম নিয়েছে।
অপর পরিদর্শক আনিসুর রহমান জানান, আবদ্ধ পরিবেশে বড় উটপাখি ৬০ বছর পর্যন্ত বাঁচে। আর প্রকৃতিতে বাঁচে ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত।
এ ছাড়া উটপাখির ওজন ৬৫ কেজি থেকে ১৪৫ কেজি পর্যন্ত হয়। এরা ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে।