কাপাসিয়ায় স্ত্রীকে পিটিয়ে স্বামী কারাগারে
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে পেটানোর মামলায় স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্ত ইব্রাহীম শেখ (৩৫) উপজেলা সদরের খোদাদিয়া গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রায়নন্দা গ্রামের দলিল লেখক লিয়াকত আলীর মেয়ে তাহমিনা আক্তারকে ২০০৮ সালে বিয়ে করেন ইব্রাহীম। স্থায়ী উপার্জন না থাকায় তিনি শ্বশুরবাড়ির ওপর নির্ভরশীল হন।
এক পর্যায়ে বনিবনা না হওয়ায় তাহমিনা বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
ইব্রাহীম গত সোমবার বেলা ১১টার দিকে গিয়ে তাহমিনাকে পাঁচ হাজার টাকা দিতে বলেন। টাকা না পেয়ে তিনি এলোপাতাড়ি মারপিট করেন।
এ সময় শাশুড়ি মমতাজ বেগম বাধা দিলে তার ওপরও হামলা করা হয়। পরে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
এ ঘটনায় ইব্রাহীমের বাবা-মা ও বোনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।