রূপগঞ্জে পুলিশের ওপর যুবলীগের হামলা-ভাঙচুর : এসআইসহ আহত ৪
আলোকিত প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়েছে যুবলীগ।
এতে দুই এসআইসহ চার পুলিশ গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন এসআই ফরিদ হোসেন, শাজাহান মিয়া, কনস্টেবল খোরশেদ আলম ও কেবল চন্দ্র সরকার।
এ সময় সহকারী পুলিশ সুপার বদরুল আলমের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তারাব-বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি নির্বাচনের জন্য গাড়ি রিকুইজিশন করতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মাইক্রোবাস রিকুইজিশন করতে চাইলে তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল গাড়িটি ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন।
তখন হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন তার কথা না রাখায় তিনি ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট জিয়াসহ একজন কনস্টেবলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন।
পরে অন্য পুলিশ সদস্যরা আউয়ালকে ট্রাফিক বিভাগের এএসপি বদরুল আলমের সামনে নিয়ে যান।
খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।