সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১১টায় উপজেলা পরিষদের সামনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
এতে কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, এফ এম কামাল হোসেন, নূরুল আমীন সিকদার, মজিবুর রহমান মিলন, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আবদুল কাইয়ুম, আকরাম হোসেন রিপন, কাপাসিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, প্রভাষক ইকবাল হায়দার সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছেন। তিনি দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক।
নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, রোজিনা ইসলাম আঙুল দিয়ে দুর্নীতির চিত্র দেখিয়ে দিয়েছেন। তবুও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকেই জেলে পাঠানোর ঘটনায় সর্বস্তরের মানুষ আজ স্তম্ভিত।