অর্থ পাচার মামলায় তারেকের ৭ বছরের জেল : ২০ কোটি টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।
একই সাথে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদন্ড বহাল ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের আপিল গ্রহণ করে এ রায় ঘোষণা করেন।
এর আগে ২০১৩ সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।