বড় প্রকল্পে ঋণ পরিশোধে অর্থনীতিতে বড় ধাক্কা আসছে : ড. দেবপ্রিয়
আলোকিত প্রতিবেদক : বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মেগা বা বড় প্রকল্পে ঋণ পরিশোধের ক্ষেত্রে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে অর্থনীতিতে বড় ধাক্কা আসছে। যা অর্থনীতির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি বলেন, বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিদেশি দায়দেনা পরিশোধ করা হয় ১.১ শতাংশের মত। ২০২৬ সাল নাগাদ তা দ্বিগুন হতে পারে।
বৃহস্পতিবার দেশের ২০টি বড় প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে ভার্চুয়াল আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, বড় প্রকল্পের ক্ষেত্রে রাশিয়া, চীন ও জাপানকেই বেশি অর্থ পরিশোধ করতে হবে। তার মধ্যে চীনের ঋণ পরিশোধের সময়সীমা বেশ কম।
সিপিডির বিশ্লেষণ করা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রোরেল।
এসব প্রকল্পে প্রায় পাঁচ লাখ ৫৬ হাজার ৯৫৫ কোটি টাকা খরচ হচ্ছে। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ বিদেশি ঋণ।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বড় প্রকল্প বাস্তবায়ন করলে দৃশ্যমান উন্নয়ন দেখা যায় বলে রাজনীতিবিদরা আগ্রহ দেখান। এতে এক ধরনের স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে।