গাজীপুরে এলফিসের বনভূমি দখলে উচ্ছেদ অভিযান

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এলফিস কারখানার বনভূমি দখলের ঘটনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

সোমবার ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এসিএফ কাজী নূরুল করিম ও রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় একটি ড্রেজার মেশিন ও ৫৮ ফুট পাইপ জব্দ করা হয়।

ভাওয়াল রেঞ্জের বিকে বাড়ী বিটের ডগরী রোড এলাকায় কারখানা নির্মাণের জন্য নিচু ফসলি জমি বালু ফেলে ভরাট করছিল এলফিস।

এতে সংরক্ষিত কোর জোনের নীতিমালাও মানা হয়নি। বন ঘেঁষে বালু স্তূপ করায় গজারি গাছ মরা শুরু হয়।

এ ছাড়া বনের জমি দিয়ে পাইপ বসিয়ে রাতের অাঁধারে বালু ফেলায় ৭৭ শতাংশ বনভূমি জবর দখলের আশঙ্কা দেখা দেয়।

বিষয়টির ওপর গত ১৭ জুলাই আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পরে ডিএফও জহির উদ্দিন আকন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেন।

বিকে বাড়ী বিট কর্মকর্তা সাইফুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, উচ্ছেদ অভিযান হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর