গোয়েন্দা নজরদারিতে ড্রোন ব্যবহার করবে ডিজিএফআই
আলোকিত প্রতিবেদক : গোয়েন্দা নজরদারির কাজে গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই।
বুধবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংস্থাটি এ তথ্য জানায়।
বৈঠকে উল্লেখ করা হয়, প্রতিকূল পরিবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য চালকবিহীন উড়ন্ত যান ড্রোন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ অবস্থানের নিরাপত্তায় এন্টি ড্রোন পদ্ধতিও সংযোজন করা হবে।
বৈঠক শেষে কমিটির সদস্য হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ডিজিএফআই ড্রোন ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে। কমিটি তাদের প্রস্তাবে সায় দিয়েছে।