‘ধর্ষণ মামলায়’ ডাকসুর সাবেক ভিপি নুর গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে ধর্ষণ মামলায় সহযোগী আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লালবাগ থানায় ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করা হয়েছে।