শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

আলোকিত প্রতিবেদক : টলমলে নীল জলরাশি, পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা সাদা মেঘের দল ও সারি সারি গাছ স্নিগ্ধতার জানান দেয়।

সূর্য এক রাশ হাসি নিয়ে জেগে ওঠে। কল্পনা নয়, সত্যি এ যেন স্বর্গের হাতছানি।

এ চিত্র বিদেশের নয়, এ দেশেরই একটি স্থান। যার নাম টাঙ্গুয়ার হাওর, সিলেটের সুনামগঞ্জে অবস্থিত।

গাজীপুরের পর্যটন সংগঠন ‘শ্রীপুর ট্যুরিজম বাইকার্স’ হাওরটিতে সফলভাবে ভ্রমণ সম্পন্ন করেছে।

সংগঠনের সভাপতি খন্দকার মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের নেতৃত্বে পর্যটকরা ভ্রমণে অংশগ্রহণ করেন।

সংগঠনটি ভ্রমণের পাশাপাশি বন্যার্তদের সাহায্য, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সুনাম অর্জন করেছে।

এ ছাড়া মোটর বাইকযোগে ভ্রমণ করেছে দেশের ৬৪ জেলা। এর মধ্যে রয়েছে পর্বতশৃঙ্গ কেওক্রাডং ও তাজিংডং।

এবার টাঙ্গুয়া হাওর যাত্রায় ২৭টি বাইকে ৫৩ জন পর্যটক গত ১৯ অক্টোবর শ্রীপুর থেকে রওনা দেন।

তাহিরপুরে নৌকায় বাউল গান, ফানুস উৎসব ও রাত্রিযাপন শেষে ২০ অক্টোবর সকালে ভ্রমণ সম্পন্ন করেন।

সংগঠনের সদস্য আফসার আহমেদ ও আমান উল্লাহ বলেন, আমাদের দেশটা যে কত সুন্দর, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না।

সভাপতি বলেন, আমরা আট বছর ধরে গ্রুপ করে সফলতার সাথে বাইকে ভ্রমণ করছি। আশা করি, সরকার পর্যটন খাতের দিকে বিশেষ নজর দেবে।

আরও খবর