গাজীপুরের সাফারি পার্কে সাম্বার হরিণ অবমুক্ত, মিলল জোড়া
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি মাদি সাম্বার হরিণ অবমুক্ত করা হয়েছে।
আগে থেকে পার্কে দুটি সাম্বার পুরুষ হরিণ থাকায় এখন তাদের জোড়া মিলেছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, হরিণ দুটি মঙ্গলবার রাতে অবমুক্ত করা হয়। এতে সাম্বার হরিণের বংশ বিস্তার ও দর্শণার্থীদের জন্য উপভোগ্য পরিবেশ তৈরি হয়েছে।
নরসিংদীর জাফর চৌধুরী নামের একজন ২০০৭ সালে মিরপুর চিড়িয়াখানা থেকে দুটি সাম্বার হরিণ ক্রয় করে বাগানবাড়িতে পালন করছিলেন। কিন্তু ২০১৭ সালের বিধিমালা অনুযায়ী তার অনুমতি ছিল না।
খবর পেয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে হরিণ দুটি উদ্ধার করা হয়। পার্কে এত দিন জোড়া না মেলায় প্রজননের সম্ভাবনা সৃষ্টি হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫০ সেন্টিমিটার উচ্চতার সাম্বার হরিণ উপমহাদেশের বৃহত্তম হরিণ। প্রতিবেশী ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও পূর্ব ফিলিপাইনে এদের দেখা মেলে।