গাজীপুর বিআরটিএর দুর্নীতিবাজ এডি মন্টু বরখাস্ত

আলোকিত প্রতিবেদক : গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টুকে বরখাস্ত করা হয়েছে।

দুই সপ্তাহ পর গত সোমবার টাঙ্গাইল বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দৈনিক অন্যদিগন্তে ‘গাজীপুর বিআরটিএ লুটে খাচ্ছেন দুদকের মামলার আসামি মন্টু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনটি বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে তারা তৎপর হন। পরে অভিযোগের সত্যতা পেয়ে মন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে গাজীপুর বিআরটিএর পরিদর্শক মো. কামরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান আলোকিত নিউজকে বলেন, বরখাস্তের কথা শুনেছি। অফিসিয়ালি ডকুমেন্টস এখনো পাইনি।

উল্লেখ্য, মানিকগঞ্জ সার্কেলে ১৭টি রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ভুয়া রেকর্ডপত্রের মাধ্যমে অন্তর্ভুক্ত করার অভিযোগে মন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।

২০১৬ সালের ১৭ অক্টোবর দায়েরকৃত এই মামলার চার্জশিট চলতি বছরের ২২ জুলাই অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন।

আরও খবর