সাপের কামড়ে পাঁচজনে একজনের মৃত্যু
ডেস্ক নিউজ : সাপ নিঃসন্দেহে ভয়ংকর প্রাণী। বিশ্বে প্রতি বছর প্রায় ১০ থেকে ৫০ লাখ মানুষ সাপের কামড় খায়। এর মধ্যে প্রতি পাঁচজনের একজন বিষক্রিয়ায় মারা যায়।
আগে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি ছিল। তখন সাপের বিষের তেমন প্রতিষেধক ছিল না। বিষাক্ত সাপের কামড়ে মানুষের শরীরে বিষ ঢোকে। তাই সচেতনতা ও উপযুক্ত চিকিৎসার বিকল্প নেই।
আমেরিকার উভচর প্রাণী বিশেষজ্ঞ কার্ল প্যাটারসন সাপের কামড়ে মারা যান। অসাবধানতা যে মৃত্যু ডেকে আনে তা তিনি অসুস্থ অবস্থায় ডায়েরিতে লিখে যান। বিষয়টি প্রকৃতি ও প্রাণীবিষয়ক সাময়িকী ডিসকভারি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।