বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নারী দল
ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়ে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে ফাইনালে ওঠে জাহানারা বাহিনী। এর আগে ২০১৪ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী দল। আগামী বছর ভারতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পুরুষের পাশাপাশি নারীদের এই অর্জন দেশকে এক নতুন উচ্চতায় স্থান করে দিয়েছে। বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম প্রতিক্রিয়ায় বলেন, দলের সবাই রোমাঞ্চিত। আমরা এবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি।