ব্যাংক দরিদ্রের ক্ষমতায়নেরও কারখানা
<strong>নিজস্ব প্রতিবেদক :</strong> বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, বরং দরিদ্রের ক্ষমতায়নেরও কারখানা। সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে দেশে প্রথমবারের মত আয়োজিত ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশের ৫৬টি ব্যাংক এবং কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে মেলা বসেছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে। পাঁচ দিনের এ মেলায় দর্শনার্থীরা জানতে পারছেন ব্যাংকিং খাতের সেবার নানা তথ্য।