ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে

<strong>নিজস্ব প্রতিবেদক :</strong> বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দিল্লিতে যুগ্ম ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটির বৈঠক শুক্রবার শেষ হয়েছে। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব মুনাওয়ার ইসলাম ও ভারতের নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎ সচিব জে পি অরোরা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকেই ত্রিপুরা রাজ্যের পালাটানা প্রকল্প থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। ২০২০ সালে তা ২১ হাজার মেগাওয়াটে দাঁড়াবে। বাংলাদেশ এখন ভারতের কাছ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। তিন বছরের মধ্যে আরও ৫০০ মেগাওয়াট যোগ হবে। কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে চাইছেন। সেই লক্ষ্যে ভারতও সহযোগিতা করছে। দুই দেশের যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও আলোচনা চলছে।

আরও খবর