সিরিয়ায় রুশ বিমান হামলায় ৪৪ জন নিহত
<strong>ডেস্ক নিউজ :</strong> সিরিয়ার একটি মার্কেটে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহরের একটি ব্যস্ত মার্কেটে রোববার বিমান হামলা হয়েছে। সিরিয়ান গণমাধ্যম বলেছে, রাশিয়ান যুদ্ধবিমান থেকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।