বিশ্বে দূষিত খাবারে বছরে অসুস্থ ৬০ কোটি মানুষ : মারা যায় ৪ লাখ
ডেস্ক নিউজ : দূষিত খাবার খেয়ে বিশ্বে বছরে ৬০ কোটি মানুষ অসুস্থ হয়। এর মধ্যে মারা যায় চার লাখ ২০ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে এই চিত্র ওঠে এসেছে। বিষয়টি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
এএফপির খবরে বলা হয়, প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় দূষিত খাবারে বছরে অসুস্থ হয় ১৫ কোটি মানুষ। আর মারা যায় এক লাখ ৭৫ হাজার।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়। এটি শিশুমৃত্যুর জন্য দায়ী রোগগুলোর একটি।
প্রতিবেদনে বলা হয়েছে, খাবার উৎপাদন ও সরবরাহকারীদের পাশাপাশি ভোক্তাদেরও নিরাপদ খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। আর সরকারকে নীতিমালা কার্যকর করে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।