ক্ষুদে ফুটবলারদের চমক : ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : বড়দের পাশাপাশি ক্ষুদে ফুটবলাররাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অর্জন করছে সুনাম। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘সুপার মক কাপ’ টুর্নামেন্ট। এতে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল বিকেএসপির অনূর্ধ্ব-১২ দল। শনিবার ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেভের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। ১৯৯০ সালে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল দেশের ক্ষুদে ফুটবলাররা। ২৫ বছর পর আবারও ব্রাজিলকে হারিয়ে চমক সৃষ্টি করল বাংলাদেশ।