কাপাসিয়ায় এমপির উপস্থিতিতে ওসির লঙ্কাকান্ড!
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ায় সাংসদের উপস্থিতিতে ওসি ও যুবলীগের নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত ১০ ডিসেম্বরের ওই ঘটনা এখনো আলোচিত। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে বিশাল পরিসরে ‘ডায়মন্ড এগ ও প্রোটিন হাউজ’ করেছেন কাওসার আহম্মেদ। তিনি আয়তন আরও বাড়াতে এলাকাবাসীর জমি দখল করছেন। বিষয়টি নিয়ে প্রশাসনে অভিযোগ করলেও কোন প্রতিকার মিলছে না। থানা পুলিশ ও আওয়ামী লীগের কতিপয় নেতা ওই শিল্পপতিকে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি তাদেরকে নিয়ে ডাকবাংলোতে সমঝোতা বৈঠকে বসেন। এতে টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিটু জমি দখলের প্রতিবাদ করেন। এই প্রতিবাদকে কেন্দ্র করেই ঘটে লঙ্কাকান্ড! কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ উত্তেজিত হয়ে ওঠেন। টিটুকে থামাতে চেপে ধরেন কলার। শুরু হয় হইচই। আওয়ামী লীগের একজন নেতা বলেন, এমপির নীরবতায় ওসি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি এখন এমপিকেও মানছেন না। ইতিপূর্বে টোকের এক শ্রমিক লীগের নেতাকে থানায় এনে নির্মমভাবে পেটানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে একাধিকবার সড়ক অবরোধও হয়েছে।