দেশজুড়ে বিজয়ের আনন্দ
নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয়ের আনন্দে মেতেছে সারা দেশ। বাড়ি, গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে উড়ছে লাল-সবুজের পতাকা। স্মৃতিসৌধ ও শহীদ স্তম্ভে নানা রঙের ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি।
১৯৭১ সালের এই দিনে নয় মাসের সংগ্রাম আর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পায় স্বাধীন বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ৩০ লাখ মানুষ। ইজ্জত হারান দুই লাখ মা-বোন। তাই বিজয় দিবসে আনন্দের পাশাপাশি বেদনাও আছে।
ঢাকায় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও সিপিবিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করছে।