পাকিস্তান নতি স্বীকার না করলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে : মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নেতিবাচক মন্তব্যের জন্য পাকিস্তান নতি স্বীকার না করলে আগামী সংসদ অধিবেশনে দেশটির সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। পাকিস্তানের নেতিবাচক মন্তব্যে আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কাজেই তাদের সঙ্গে আর কোন সম্পর্ক থাকতে পারে না।
শুক্রবার বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আলবদর, আলশামস ও বর্বর পাকিস্তানি বাহিনী গণহত্যা, ধর্ষণ, লুটপাট শুরু করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছেন।