কাপাসিয়ায় রাজীব হত্যাকাণ্ড : থানার কাজের বুয়ার ছেলে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় রাজীব ধর হত্যাকাণ্ডে শাহীনুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
নরসিংদীর চরসিন্দুর বাজার থেকে রবিবার ভোরে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসাইন তাকে গ্রেফতার করেন।
অভিযুক্ত শাহীন নরসিংদীর মনোহরদী উপজেলার মধ্য চালাকচর এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।
তার মা কাপাসিয়া থানায় কাজের বুয়া হিসেবে ও শাহীন সাফাইশ্রী এলাকার নানার বাড়িতে থেকে পুলিশের সোর্সের কাজ করছিলেন।
গত ১৩ ডিসেম্বর সকালে সাফাইশ্রীর কালীমন্দিরের পাশের কলাবাগান থেকে স্থানীয় সুভাষ চন্দ্র ধরের ছেলে রাজীবের লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আফজাল হোসাইন জানান, নেশার সূত্রে শাহীন ও রাজীবের মধ্যে ঘনিষ্ঠতা হয়। পরে তারা অপকর্মে জড়িয়ে পড়েন।
সম্প্রতি শাহীনের ছোট ভাই ওসমানের সাথে রাজীবের ঘনিষ্ঠতা বেড়ে যায়। এই ক্ষোভেই ১১ ডিসেম্বর রাতে রাজীবকে নেশা করার কথা বলে শ্মশান ঘাটে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
শাহীনের বিরুদ্ধে ২০০৯ সালে মনোহরদী থানায় একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
পরে এক বছর জেল খেটে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।