৩৬০ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটা সমীচীন নয় : ইসি মাহবুব

আলোকিত প্রতিবেদক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ৩৬০ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এক হাজার ৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা, এটা বোধ হয় সম্ভব নয়। সমীচীনও নয়।

মাহবুব তালুকদার বলেন, এ অবস্থা থেকে উদ্ধার পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে কাজ করবেন, তারা অবশ্যই ভেবে দেখবেন।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

আলোচিত এই কমিশনার আরও বলেন, ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম ব্যবহার করা হবে। আমরা আরও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছি।

আরও খবর