গাজীপুরের গ্রীন এগ্রোতে বন বিভাগের উচ্ছেদ অভিযান
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্টস কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী চলা অভিযানে জবর দখলকৃত প্রায় তিন শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।
বাউপাড়া বিট কমকর্তা আজাদুল কবির ও সদ্য ভবানীপুর বিটে বদলি হওয়া খন্দকার আরিফুল ইসলাম এতে নেতৃত্ব দেন।
জাতীয় উদ্যান রেঞ্জের গজারিয়াপাড়ার মর্দপাড়া এলাকায় খন্দকার শাহজাহানের মালিকানাধীন কারখানাটি অবস্থিত।
এর আগে বিষয়টির ওপর গত বছর আলোকিত নিউজ ডটকমে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাপজোখ করে ১১ শতাংশ বনভূমি দখলের তথ্য উদঘাটন করে বিট অফিস।
আজাদুল কবির আলোকিত নিউজকে জানান, ডিএফও জহির উদ্দিন আকনের নির্দেশে অভিযান চালানো হয়েছে। বাকি জমি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, কারখানার লোকজন গেট বন্ধ করে দেওয়ায় পশ্চিম পাশের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে দখলীয় স্থাপনা উচ্ছেদ করা হয়।