কাপাসিয়ায় ‘পার্লার ব্যবস্থাপনা’ বিষয়ে কর্মশালা
হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির আয়োজনে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বরুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ৩২ জন অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকারের সভাপতিত্বে ও প্রশিক্ষক রোকসানা মিনার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি নুরুল গণি শোভন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, নারীর সাজ হস্তশিল্প প্রতিষ্ঠানের মালিক খাদিজা খানম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘরে বা কসমেটিকসের দোকানে বসে একজন নারী যেন বিউটি পার্লার পরিচালনা করতে পারেন, তাকে সেভাবেই দক্ষ করে তোলা হবে।